Monday, April 16, 2012

মিস্রপ্রতিক্রিয়ায় শেয়ার বাজার


প্রতিদিন ২৪ ডেস্ক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ওঠানামায় লেনদেন চলছে। সোমবার দিনের শুরুতেই রোববারের ধারাবাহিকতায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম দিকে বাড়লেও পরের দিকে এসে বৃদ্ধির ধারায় কিছুটা ভাটা পড়ে। তবে সূচকের ওঠানামা থাকলেও লেনদেন বাড়ছে ঝড়ো গতিতে।


শুরুর প্রথম আধ ঘণ্টায় সাধারণ মূল্যসূচক গত দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৮৮ পয়েন্টে উঠেছে। লেনদেন হয়েছে ২৬০ কোটি টাকা।
 এখন পর্যন্ত ৪০ হাজার ৬৩৪ হাওলায় গাতবদল হয়েছে চার কোটি ৭৭ লাখ ৬৭ হাজার ৭৯১টি শেয়ার ও ইউনিট।

লেনদেন হওয়া ইস্যুর মধ্যে দর ঊর্ধ্বমুখী রয়েছে ১৩৩টির, নিম্নমুখী রয়েছে ৭১টির ও অপরিবর্তিত রয়েছে ১৩টির।
 টাকার অংকে লেনদেনে এগিয়ে রয়েছে- লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো, যমুনা ওয়েল, তিতাসগ্যাস, লংকাবাংলা ফাইন্যান্স, ফু-ওয়াং সিরামিক ও আফতাব অটোমোবাইলস।

No comments:

Post a Comment