প্রতিদিন ২৪ ডেস্ক
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) নির্ধারিত ১৫ শতাংশ
কমিশন হার না মানলে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে
বলে সাধারণ বীমা কোম্পানিগুলোকে হুশিয়ার করে দিয়েছে আইডিআরএ।
রবিবার আইডিআরএ চেয়ারম্যান এম. শেফাক আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে সকল সাধারণ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) এ হুশিয়ারি দেয়া হয়।
গত ১ এপ্রিল আইডিআরএ’র জারি করা এক প্রজ্ঞাপনে সাধারণ বীমা কোম্পানির এজেন্টদের প্রিমিয়াম আয়ের ওপর সর্বোচ্চ ১৫ শতাংশ কমিশন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি নির্ধারিত এ কমিশন শুধু লাইসেন্সপ্রাপ্ত এজেন্টদের একাউন্ট পেয়ি চেকের মাধ্যমে দিতেও ওই প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়।
আইডিআরএ চেয়ারম্যান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আইডিআরএ জারিকৃত ৩২/২০১২ নম্বর সার্কুলারের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক নন-লাইফ (সাধারণ) বীমাকারীর জন্য শর্তাদি সম্বলিত কমিশন ব্যয়ের যে সীমা নির্ধারণ করা হয়েছে তা সকল সাধারণ বীমাকারীগণকে যথাযথভাবে পরিপালন করার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।
কোন বীমাকারী কর্তৃক উক্ত নির্দেশনা লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট লঙ্ঘনকারীর বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইডিআরএ’র ওই প্রজ্ঞাপনের বিষয়ে ৮ এপ্রিল রোববার সব সাধারণ বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে একটি বৈঠক করে বিআইএ। বৈঠকে এমডিরা আইডিআরএ’র নির্দেশ মানতে সম্মত হন।
No comments:
Post a Comment