প্রতিদিন ২৪ ডেস্ক
ডেসটিনি গ্রুপের সব প্রতিষ্ঠান ও তার পরিচালকদের যাবতীয় ব্যাংক
অ্যাকাউন্টের (হিসাব) তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংক। এগুলো হচ্ছে ডেসটিনি মাল্টিপারপাস
কো-অপারেটিভ সোসাইটি, ডেসটিনি শপিং
সেন্টার, এয়ার ডেসটিনি, ডেসটিনি ইলেকট্রিক অ্যান্ড
ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ, ডেসটিনি ট্রি
প্লানটেশন,
আলীশা ডেসটিনি এগ্রো কমপ্লেক্স, ডেসটিনি হিটাচি ইলেকট্রিক
ইন্ডাস্ট্রিজ
,
ডায়মন্ড বিল্ডার্স, দৈনিক ডেসটিনি, বৈশাখী মিডিয়া, ডেসটিনি প্রিন্টিং অ্যান্ড
প্যাকেজিং,
ডেসটিনি মেডিকেল কলেজ অ্যান্ড
হসপিটাল, ডেসটিনি মিডিয়া অ্যান্ড
পাবলিকেশন্স,
ডেসটিনি প্রিন্টিং প্রেস, ডেসটিনি এডুকেশন অ্যান্ড হেলথ
ফাউন্ডেশন,
ডেসটিনি এগ্রো ইন্ডাস্ট্রিজ, ডেসটিনি সাসকো প্রোপার্টিজ, কনফিগার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড
কনস্ট্রাকশন,
ডেসটিনি বিল্ডার্স, ডেসটিনি টি লিমিটেড, ডেসটিনি সিকিউরিটি ফোর্স, ডেসটিনি লাইফ ইন্স্যুরেন্স, কনফিগার হাউজিং, বন্ধিশাহী কোল্ড স্টোরেজ, বেস্ট এয়ার, ডেসটিনি কনজুমার প্রোডাক্ট, ডেসটিনি এয়ার সিস্টেমস, ডেসটিনি নিহাজ জুট স্পিনার্স, হাইটেক ফুড প্রোডাক্ট, ডিটুকে এক্সপ্রেস লিমিটেড এবং
ডেসটিনি এনভায়রন সেভিং এনার্জি লিমিটেড।
রোববার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে
নির্দেশনা পাঠানো দেয়া হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধের আওতায় বাংলাদেশ ব্যাংকের
ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ওই নির্দেশনা জারি করেছে । চিঠি
প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে এসব তথ্য সরবরাহ করতে হবে। জানা গেছে, ব্যাংক থেকে তথ্য নিয়ে দুর্নীতি
দমন কমিশনকে এসব তথ্য সরবরাহ করা হবে।
প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ডেসটিনি গ্রুপের সঙ্গে
সংশ্লিষ্ট ৩৭টি প্রতিষ্ঠান, এসব প্রতিষ্ঠানের
উদ্যোক্তা বা বর্তমান পরিচালকের কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে চিঠি প্রাপ্তির তিন
কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। ইতিমধ্যে কোনো হিসাব বন্ধ হয়ে
থাকলেও সে বিষয়ে তথ্য দিতে বলা হয়েছে। হিসাব খোলার প্রথম দিন থেকে এসব তথ্য দিতে
হবে। চিঠিতে ডেসটিনি-২০০০ লিমিটেড এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর
এ তালিকা দেয়া হয়।
উল্লেখ, বাংলাদেশ
ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদনে ডেসটিনির বিরুদ্ধে অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ
উত্থাপিত হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতিমধ্যে ডেসটিনির পরিচালকদের
ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে। ডেসটিনির কর্মকাণ্ড সম্পর্কে দুর্নীতি দমন কমিশনের
অনুসন্ধান শুরু হওয়ায় গত সপ্তাহে কমিশন তাদের সব প্রতিষ্ঠান ও এর পরিচালকদের
ব্যাংক হিসাবের তথ্য দিতে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতে
কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে পদক্ষেপ নিল।
No comments:
Post a Comment