Sunday, April 15, 2012

বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রতিযোগিতা বিল, ২০১২’ চূড়ান্ত করা হয় নি


প্রতিদিন ২৪ ডেস্ক
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে ভারসাম্য রক্ষায় উচ্চ মুনাফালোভী সিন্ডিকেট নিয়ন্ত্রণে জাতীয় সংসদে উত্থাপিত প্রতিযোগিতা বিল, ২০১২চূড়ান্ত করা ছাড়াই বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রোববারের বৈঠক শেষ হয়।


রোববার জাতীয় সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৪তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিলটি চূড়ান্ত করার কথা ছিল।
কমিটি সূত্র জানায়, আপিল সংক্রান্ত বিধানের আলোচনায় মতানৈক্য দেখা দেয়ায় বিলটি চূড়ান্ত করা সম্ভব হয়নি।

বিগত সংসদ অধিবেশনে উত্থাপিত প্রতিযোগিতা বিল, ২০১২চূড়ান্ত করা না গেলেও এ বিষয়ে বিস্তারিত আলোচনায় হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্র জানায়।
 উদারবাণিজ্যের ব্যবস্থার সুযোগে সুযোগসন্ধানী কোনো প্রতিষ্ঠান যাতে এককভাবে বাজার নিয়ন্ত্রণ করে বাজারকে অস্থিতিশীল করতে না পারে সে  লক্ষ্যে সুস্থ প্রতিযোগিতার জন্য বিলটি আনা হয়।
 এ বি এম আবুল কাসেম সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, কমিটি সদস্য তহুরা আলী এবং মো. আবুল কাশেম উপস্থিত ছিলেন। 

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মর্তুজা চৌধুরী, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরিন বেগমসহ বাণিজ্য মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশি­ষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, ৭ মার্চ বাজারের ভারসাম্য রক্ষা ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের লক্ষ্যে সংসদে বিলটি উত্থাপন করে বাণিজ্যমন্ত্রী গোলাম কাদের। এরপর বিলটি পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন পাঠাতে স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

No comments:

Post a Comment