Wednesday, April 11, 2012

ইসলামী ব্যাংকের ওলামা-মাশায়েখদেরকে নিয়ে সমাবেশ


প্রতিদিন ২৪ ডেস্ক
দেশব্যপী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একশ দিনের কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রাম শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে ব্যাংকের বিভিন্ন দিক ও সেবার মান বৃদ্ধিসহ নানা বিষয়াদি নিয়ে সন্ধা ৭ টা থেকে সোয়া ৮টা পর্যমত্ম ব্যাংকের রংপুর জোনালান হেড তাহের আহমেদ ও ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম মত বিনিময় করেন। এর আগে বিকেলে ওলামা-মাশায়েখদেরকে
নিয়েএক সমাবেশ রোববার ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম শাখা ব্যাবস্থপক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সহকারী ব্যাবস্থপক মোঃ আকরামূল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক রংপুর বিভাগীয় জোনাল হেড মোঃ তাহের আহমেদ। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ পনির উদ্দিন আহমেদ, ভুরম্নঙ্গামারী ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূর বখত প্রমুখ।  প্রচলিত অন্যান্য ব্যাংক সেবার চেয়ে অনেক গুনে বেশী সেবা পাওয়া যায় বলে সকল বক্তাগণ অভিমত ব্যাক্ত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে কুড়িগ্রামের এক বিশিষ্ট ঠিকাদার বলেছেন, গত বুধবার ইসলামী ব্যাংকে ২১ টি বিডি করতে আমার সময় ব্যয় হয়েছে মাত্র ২০/২৫ মিনিট। অন্য যে কোন ব্যাংকে সময় লাগতো ২ থেকে আড়াই ঘন্টা। তিনি আরো বলেছেন, ইসলামী ব্যাংকের সেবার মান অব্যাহত থাকলে এবং অন্যান্য ব্যাংকের সেবারমান বৃদ্ধি না হলে ভবিষ্যতে অন্যান্য ব্যাংকগুলো গ্রাহক শূন্য হয়ে পড়বে।  ব্যাংকের গ্রাহক সেবার ভুয়ষী প্রশংসা করে আরো বিভিন্ন সুযোগ সুবিধাবৃদ্ধির আবেদন জানিয়েছেন বক্তাগণ।

No comments:

Post a Comment