প্রতিদিন ২৪ ডেস্ক
পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের জন্য মালয়েশিয়ার সঙ্গে
বাংলাদেশের সমঝোতা স্মারক সই সম্পর্কে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের (এডিবি)
কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো বলেছেন, বিষয়টি সম্পর্কে
বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করবেন না তিনি।
বুধবার আগারগাঁওয়ে সংস্থার কার্যালয়ে এডিবি আউটলুক ২০১২-এর প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বাংলাদেশে এডিবিপ্রধান তেরেসা খো পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার অর্থায়নের ব্যাপারে কোনো মন্তব্য না করলেও দাতা সংস্থার অর্থায়নে চলা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন।
পদ্মা সেতু প্রকল্পের অর্থ ছাড়ে জটিলতার জন্য এডিবি বা বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান দায়ী কি না সাংবাদিকদের এমন প্রশ্নেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে ধীরগতির সঙ্গে পদ্মা সেতুর অর্থছাড়ের বিষয়টি তার বক্তব্য পরস্পর বিরোধী নয়। আর একটি মাত্র প্রকল্পের বিষয় নিয়ে সবগুলো প্রকল্পকে বিচার করা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে সাবেক যোগাযোগ মন্ত্রীর দুর্নীতির অভিযোগে অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্ব ব্যাংক। এরপর বিভিন্ন সময়ে দেন দরবার চললেও দুর্নীতির তদন্ত না হওয়া পর্যন্ত টাকা দিতে অস্বীকার করে বিশ্বব্যাংক। এরপর মালয়েশিয়া পদ্মা সেতুতে অর্থায়নে আগ্রহ প্রকাশ করে।
১০ এপ্রিল মঙ্গলবার পদ্মা সেতুতে অর্থায়নের ব্যাপারে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।
No comments:
Post a Comment