প্রতিদিন ২৪ ডেস্ক
সরকারি জমি জবরদখল, শেয়ারহোল্ডারদের
অর্থ পাচার ও আত্মসাতে লিপ্ত থাকার অভিযোগের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালকদের কারণ দর্শানোর সময় বৃদ্ধি করেছে বীমা
উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
২৪ এপ্রিলের মধ্যে তাদের কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার আইডিআরএ’র চেয়ারম্যান এম শেফাক আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে সময় বাড়ানো হয়েছে। চিঠিটি পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) বি এম ইউসুফ আলীর নিকট পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, পপুলারের আবেদনের পরিপ্রেক্ষেতে নতুন করে ২৪ এপ্রিল কারণ দর্শানোর সময় বৃদ্ধি করা হয়েছে। উল্লেখিত সময়ের মধ্যে কারণ দর্শানো না হলে বা পুনরায় সময়ের আবেদন করলে ধরে নেওয়া হবে পরিচালকরা (যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে) জবাব দিতে অপারগ বা ইচ্ছুক নয়।
এর আগে গত ৭ মার্চ আইডিআরএ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালকদের কারণ দর্শানোর নোটিশ দেয়। ২৭ মার্চের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। পরবর্তীতে পপুলার লাইফ আইডিআরএ’র নিকট কারণ দর্শানোর জন্য সময় বৃদ্ধির দাবি জানিয়ে একটি চিঠি দেয়। পপুলারের আবেদনের প্রেক্ষিতে আইডিআরএ সময় বাড়িয়ে ৮ এপ্রিল নির্ধারণ করে।
৮ এপ্রিল কোম্পানিটি আবার আইডিআরএকে সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে একটি চিঠি দেয়। পপুলারের চিঠির প্রেক্ষিতে আইডিইরএ কোম্পানিটিকে কারণ দর্শানোর জন্য ২৪ এপ্রিল পর্যন্ত সময় বৃদ্ধি করেছে।
No comments:
Post a Comment