Friday, April 13, 2012

সপ্তাহে ডিএসইর সূচক ও লেনদেন দুই-ই বেড়েছে


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখি প্রবণতা দিয়ে আরও একটি সপ্তাহ পার করেছে। গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক ও লেনদেন বেড়েছে। এছাড়া বেড়েছে ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

গত সপ্তাহের ৫ কার্যদিবসে ২৭৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে বেড়েছে ১৬৬টির, কমেছে মাত্র ৯২টির, অপরিবর্তিত ছিল ১৩টির এবং কোনো লেনদেন হয়নি ৫টির। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল  ১৪৬টির, কমেছে মাত্র ১১৮টির, অপরিবর্তিত ছিল ৭টির এবং কোনো লেনদেন হয়নি ৪টি প্রতিষ্ঠানের শেয়ার।

অন্যদিকে, গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচকও বেড়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সাধারণ সূচক ছিল ৫ হাজার ৯৮ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৩৪৩ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহে সূচক বেড়েছে ২৪৭ পয়েন্ট। সপ্তাহের সর্বোচ্চ সূচক ছিল শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৫ হাজার ৩৪৩ পয়েন্ট এবং সর্বনিম্ন সূচক ছিল দ্বিতীয় কার্যদিবস সোমবার ৫ হাজার ৯৯ পয়েন্ট।
 
অন্যদিকে, গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বেড়েছে ১৬ দশমিক ১৯ শতাংশ। এসময় মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২২৭ কোটি ৬৮ লাখ ৩৪ হাজার ৬৫১ টাকা। এর আগের সপ্তাহে লেদেন হয়েছিল ৩ হাজার ৬৩৮ কোটি ৫১ লাখ ৮১ হাজার ৪১৫ টাকা। 

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

No comments:

Post a Comment