Friday, April 13, 2012

যেসব প্রতিষ্ঠান ব্যাংকের মতো কর্মকান্ড চালাচ্ছে তাদের ব্যাপারে সতর্ক থাকুন


প্রতিদিন ২৪ ডেস্ক
সাভারে শুক্রবার সকালে ব্যাংকার্স সামিটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান ব্র্যাক সেন্টারে বাংলাদেশে ব্যাংকিংর ৫০ বছর ভিশন-২০২১ শ্লোগানকে সামনে রেখে ডাটাএজের সহায়তায় এ সামিটের আয়োজন করে ফিন্যানশিয়াল এক্সেলেন্স লিমিটেড। 


তিনদিনব্যাপী এ অনুষ্ঠানে ব্যাংক না হয়েও যেসব প্রতিষ্ঠান ব্যাংকের মতো কর্মকান্ড চালাচ্ছে তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহবান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান।

অন্যদিকে জনগণের স্বার্থ সুরক্ষায় এখনই মাল্টিলেভেল মার্কেটিং প্রতিষ্ঠান আইন প্রণয়নের তাগিদ দিয়ে প্রয়োজনে যুবকের মতো অবৈধ আমানত সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সম্পদ অধিগ্রহণ করার ব্যাপারে মত দিয়েছেন সাবেক গর্ভণর ডক্টর সালেহউদ্দিন আহমেদ। 

এছাড়াও আইএমএফর কাছ থেকে সরকারের ঋণ নেবার ব্যাপারে আর্থিক স্বার্থ সুরক্ষায় দাতাগোষ্ঠির সঙ্গে আরো সমঝোতার ওপর গুরুত্ব দেন ড. সালেহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে নতুন ব্যাংকগুলোকে আগামীদিনের চাহিদা পূরণের পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবেলায় আরো কৌশলী ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান, সাবেক গভর্নর আল্লাহ মালিক কাজমি, বাংগ্রেণ টাসকি।
তিনদিন ব্যাপী এ সামিটে ব্যাংকিং সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা অংশ নেন।

No comments:

Post a Comment