Wednesday, April 11, 2012

১ বছরে ৯৫৭ কোটি টাকা লোন দিবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক


প্রতিদিন ২৪ ডেস্ক
 স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২০১২ সালে ৯৫৭ কোটি টাকা এসএমই লোন দেবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ব্যাংকটি এ ঋণ প্রদান করবে।

বুধবার বেলা ১১টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এসএমই ব্যাংকিংয়ের গ্লোবাল হেড অব সেলস (ম্যানেজম্যান্ট অ্যান্ড কাস্টমার অফারিং) ক্রিস্টফার বেলো, ব্যাংকের বাংলাদেশের জিএম অব এসএমই ব্যাংকিং হাসান ও রশীদ এবং হেড অব কনজ্যুমার ব্যাংকিং সন্দীপ বোস এবং এসএমই ব্যাংকিং ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার জিএম রাজীব চালিশবনকার।

সংবাদ সম্মেলনে ব্যাংকটির গ্লোবাল হেড অব সেলস (ম্যানেজম্যান্ট অ্যান্ড কাস্টমার অফারিং) ক্রিস্টফার বেলো বলেন, ‘অধিকাংশ মার্কেটে এসএমই বিভাগে জিডিপির প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ। আশা করছি এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে আগামি বছর তা ১০/১২ শতাংশ ছাড়িয়ে যাবে। 

হাসান ও রশীদ বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই প্রথম সর্বোচ্চ ৩ কোটি ৫০ লাখ টাকা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য বিনা জামানতে ৭০ লাখ টাকা ঋণ দিয়ে থাকে। এছাড়া বিদেশি ব্যাংকের মধ্যে এসএমইতে সাদিক শরীয়া অফারের মাধ্যমে শরীয়া ভিত্তিক লোন সুবিধা  দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজীব চালিশবনকার বলেন, গত দুই বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মোট দুই হাজার উদ্যোক্তাদের মধ্যে এক হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment