Friday, April 13, 2012

রিচার্জে ১ টাকা বেশী নিলে ধরিয়ে দিন


প্রতিদিন ২৪ ডেস্ক
 ক্ষুদ্র টেলিকম ব্যবসায়ীদের সংগঠনের নামে প্রতারকদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে বলেছেন বাংলাদেশ মোবাইল ফোন লোড ব্যবসায়ী এসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন মোহন।
 শুক্রবার এসোসিয়েশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই আহবান জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয় অ্যাসোসিয়েশনের বঙ্গবন্ধু এভিনিউর কার্যালায়ে কেন্দ্রীয় কার্যনির্বাহীর কমিটির দিনব্যাপী সভায় অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন মোহন বলেন, ‘‘লোড ব্যবসায়ীদের সংগঠনের নামে দেশের বিভিন্ন স্থানে দোকানে দোকানে একশ্রেণীর প্রতারক বিভিন্ন লোভনীয় কৌশলে চাঁদাবাজি করে যাচ্ছে। এমনকি ৩০ টাকার কম রিচার্জ করলে সাধারণ মোবাইল গ্রাহকদের কাছ থেকে ১/২ টাকা অতিরিক্ত নিতে বাধ্য করছে চক্রটি। এছাড়া নতুন করে যাতে কেউ এ ব্যবসায় আসতে না পারে, সে জন্য ডিলারদের উপর বিভিন্নভাবে প্রভাব খাটাচ্ছে।’’

তিনি বলেন, ‘‘মার্চ মাসে সাধারণ গ্রাহক, ক্ষুদ্র টেলিকম ব্যবসায়ী, টেলিকম ডিলার এবং মোবাইল অপারেটরদের কাছ থেকে বিএমপিএলবিএ তিন হাজার ৬৪৮টি অভিযোগ পেয়েছে অ্যাসোসিয়েশন। আমরা এবিষয়ে গভীর উদ্বিগ্ন। এ ব্যাপারে ক্ষুদ্র টেলিকম ব্যবসায়ী ও দেশবাসীকে এই প্রতারক চক্রের হাত থেকে সতর্ক থাকার অনুরোধ করছি। এমন প্রতারণামূলক কাজে জড়িতদের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়ার আহ্বান জানাচ্ছি।’’   

সভায় সেক্রেটারি জেনারেল মো. মহিবুর রহমান শামীম, জয়েন্ট সেক্রেটারী জেনারেল মো. এনামুল হাসান খান, প্রেসিডেন্টের উপদেষ্টা পরিষদের সদস্য ও টেলিকম বিশেষজ্ঞ আদনান আহমেদ, ইঞ্জিয়ার তানফিজুর রহমান এবং ইঞ্জিয়ার কামরুজ্জামান বাপ্পি বক্তব্য রাখেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

No comments:

Post a Comment