Sunday, April 15, 2012

সূচক ও লেনদেন দুই-ই ঊর্ধ্বমুখী


সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে চাঙাভাব বিরাজ করছে। আজ রোববার সকাল থেকেই ঢাকার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়, যা এখনো অব্যাহত আছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা একটা ৩০ মিনিটে ডিএসইর সাধারণ মূল্য সূচক ১০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৪৪ পয়েন্টে। এ সময়
ডিএসইতে মোট লেনদেন ছিল ৭১৯ কোটি টাকার।
বেলা দেড়টা পর্যন্ত ডিএসইতে মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছিল। এর মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত ছিল ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময়ে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, যমুনা অয়েল, গ্রামীণফোন, আফতাব অটোমোবাইল, আরএন স্পিনিং মিলস লিমিটেড, স্কয়ার ফার্মা, বেক্সিমেকা ফার্মা, তিতাস গ্যাস ও এমআই সিমেন্ট লিমিটেড।

No comments:

Post a Comment