Monday, April 16, 2012

সীমান্ত হাট পরিচালনা পদ্ধতির সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন


big_1333007189.jpg (400×240)বাণিজ্যতালিকায় আরও পণ্যসংযোজনসহ একক লেনদেনের পরিমাণ বাড়িয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত হাট পরিচালনা পদ্ধতি সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, গত বছরের জুলাইয়ে কুড়িগ্রাম সীমান্তে বর্ডার হাট চালুর পর গত নয় মাসের অভিজ্ঞতার আলোকে সংশোধনীর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সংশোধনীতে একক লেনদেনের পরিমাণ বর্তমান ৫০ মার্কিন ডলার থেকে বৃদ্ধি করে ১০০ ডলার নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাণিজ্যতালিকায় টয়লেট-সামগ্রী, কসমেটিক, প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম-সামগ্রী অন্তর্ভুক্ত করার প্রস্তাব আনা হয়েছে। তিনি বলেন, এখন থেকে বিপণনের পণ্যগুলো স্থানীয়ভাবে উত্পাদিত পণ্যের পরিবর্তে ভারতে তৈরি বা বাংলাদেশের তৈরি বলে চিহ্নিত ও প্যাকেটজাত করা হবে।
সচিব আরও জানান, মন্ত্রিসভায় বর্তমান সরকারের তিন বছর তিন মাসের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বর্তমান মন্ত্রিসভা এ সময়ে ১৪৫ বার বৈঠক করে ৯৮৭টি সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে ৮৯৭টি বাস্তবায়িত এবং ৯০টি বাস্তবায়নে প্রক্রিয়াধীন। এ ছাড়া ১৬৮টি বিল আইনে পরিণত হয় এবং ৩২টি বিল সংসদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একই সময়ে সর্বমোট ৩১টি কৌশল ও নীতিমালা প্রণয়ন এবং ৮২টি সমঝোতা-স্মারক স্বাক্ষরিত হয়।

No comments:

Post a Comment